রিপোর্টার, মোঃ মাজেদুল ইসলাম:-
সাভারের আশুলিয়ায় একটি ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সকলকে আহ্বান জানিয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, “সকলের জানমাল রক্ষার লক্ষ্যে সাভার সেনানিবাস থেকে একটি টহল দল আশুলিয়া থানার কাছে পৌঁছালে একটি ভুল বোঝাবুঝি শুরু হয়। এ কারণে টহল দলের ডেপুটি কমান্ডার ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হন এবং কয়েকজন সেনা সদস্য আহত হন।
“একপর্যায়ে টহল দল আহত কর্মীদের নিয়ে সাভার সেনানিবাসের দিকে ছুটে যায় এবং আশুলিয়া থানা ও সংলগ্ন এলাকার পুলিশ দল সেনাবাহিনীর সাহায্য পাওয়ার আশায় উল্টো দিক থেকে গুলি চালায়। পরে, শনাক্ত করার পর পুলিশকে নিরস্ত্র করা হয়,” বিবৃতিতে বলা হয়েছে।
খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে কিছু উত্তেজিত লোক ডেন্ডাবর মিলিটারি চেকপোস্টের সামনে জড়ো হয় এবং পুলিশ সদস্যদের তাদের কাছে হস্তান্তরের দাবি জানায়, এতে বলা হয়েছে।
তবে পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে তাৎক্ষণিক এলাকা ত্যাগ করেন স্থানীয় লোকজন।
“ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরঞ্জিত করা হয়েছে, যা মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে,” আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য বিশ্বাস না করারও অনুরোধ করা হয়েছে।