ইমদাদুল ইালাম, মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি :-
হবিগঞ্জের মাধবপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মাধবপুর থানা,মুক্তিযোদ্ধা কমান্ড ,প্রেসক্লাব,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সব কর্মসুচি পালন করেন।
সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের প্রতিনিধি উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান,উপজেলা আওয়ামী লীগের প্রতিনিধি আলহাজ্ব আতিকুর রহমান,থানা’র প্রতিনিধি ওসি রাকিবুল ইসলাম খাঁন,মুক্তিযোদ্ধা প্রতিনিধি এনাম খাঁ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন,যুবলীগ প্রতিনিধি ফারুক পাঠান, স্বেচ্ছাসেবকলীগ প্রতিনিধি উজ্জ্বল পাঠান ও জামাল উদ্দিন ,,ছাত্রলীগের প্রতিনিধি আতাউস সামাদ বাবু,তুহিন রহমান ও ইবরাহিম পাঠানসহ অনেকেই।
র্যালি শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান এর সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী’র সঞ্চালনায় আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার এবং যুব ঋণ বিতরণ করা হয়।