দিন প্রতিদিন ডেস্ক :
১৫ ই আগস্ট বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আশুলিয়া লায়ন্স ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু সেবা সপ্তাহ পালিত হয়। উক্ত সেবা সপ্তাহের প্রতিপাদ্য বিষয় বৃক্ষরোপণ কর্মসূচি এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে লায়ন্স ক্লাব। ১৫ ই আগস্ট মঙ্গলবার দুপুর ১২ টায় বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোরশেদ ভুঁইয়া ও বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেনের আয়োজনে ইয়ারপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ করা হয়। বঙ্গবন্ধু সেবা সপ্তাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ সুমন ভুইয়া।লায়ন্স ক্লাবের উদ্যোগে একজন ক্যান্সার রোগীকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক হ্যান্ড বিল প্রদান করা হয়। সপ্তাহব্যাপী সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান লায়ন্স ক্লাবের আয়োজক বৃন্দ।