স্টাফ রিপোর্টার, ডেভিড সাহা:
মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ প্রচেষ্টা নিয়ে এগিয়ে যেতে চাই আমরা, মানুষের কল্যানে। বাংলাদেশ মানবাধিকার কমিশন বান্দরবান সদর উপজেলা শাখার আই ডি কার্ড বিতরণ করার সময় প্রধান অতিথির বক্তব্যে, বাংলাদেশ মানবাধিকার কমিশন এর সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি নীলিমা আক্তার নীলা একথা বলেন, নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উ শৈচিং মহোদয় আমাদের প্রশংসা করে বলেছেন,এখন পর্যন্ত বান্দরবানে মানবাধিকারের কোন অভিযোগ পাওয়া যায়নি, যা খুবই আনন্দের। আজ থেকে ১০ বছর পর মাননীয় মন্ত্রী যেন একিই কথা বলতে পারেন সেদিকে লক্ষ্য রেখে আমাদের আরো সুন্দর, নির্মল এবং সততার সাথে কাজ করে যেতে হবে। বাংলাদেশ মানবাধিকার কমিশন বান্দরবান জেলা শাখার সহ সভাপতি জনাব মোমেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলিমা আক্তার নীলা, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর দপ্তর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , দিলীপ কুমার দে, সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন বান্দরবান সদর উপজেলা শাখা, মোঃ জমির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক বান্দরবান সদর উপজেলা শাখা, মে ড খিং,আইন সম্পাদক, বান্দরবান সদর উপজেলা শাখা, স্পন্দন দে সাগর,নির্বাহী সদস্য, বান্দরবান সদর উপজেলা শাখাসহ মানবাধিকার নেতৃবৃন্দ।