বাউফলে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাংচুর

received_3527113477615134.jpeg

মো:ফিরোজ,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে জাতিরজনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাংচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আজ রবিবার (২৬ ফেব্রয়ারি) বিকালের দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি ভেঙ্গে ফেলে। মুজিব শতবর্ষ উপলক্ষে বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জিয়াউল হক জুয়েলের উদ্যোগে পৌরসদরের বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর পাড়ে প্রতিকৃতিটি স্থাপন করা হয়। রবিবার বিকাল ৪টার পরে ঘটনাটি এলাকার জনসাধরনের নজরে পরে।
স্থানীয় ইউনুস মোল্লা বলেন,আমি রবিবার দুপুরের দিকে অক্ষত অবস্থায় জাতি জনকের প্রতিকৃতিটি দেখতে পেয়েছি।
এবিষয় বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল বলেন,স্বাধীনতা বিরোধী চক্র এ জগন্য কাজটি করেছে বলে আমার ধারনা।তিনি ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতের খুঁজে বেড় কওে আইনের আওতায় আনার জন্য পুলিশের প্রতি অনুরোধ করেন ।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, বিষয়টি জানার সাথে সাথে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top