জনগনের সেবা নিশ্চিতে বন্দরে পুলিশ বক্সের উদ্বোধন করলেন : এসপি জায়েদুল আলম

IMG_20220523_172409.jpg
মোঃ পারভেজ হোসেন,
নারায়ণগঞ্জের বন্দরে মদনপুর পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩মে) দুপুরে পুলিশ সুপার মো: জায়েদুল আলম ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ পুলিশ বক্সের উদ্বোধন করেন।
এ সময় পুলিশ সুপার জায়েদুল আলম তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষ যেন হয়রানি না হয় সেই লক্ষ্যে পুলিশ বক্সটিতে সার্বক্ষনিক একজন সিনিয়র অফিসারের মাধ্যমে মনিটরিং করা হবে এবং দিন ও রাতে পালাক্রমে উক্ত পুলিশ বক্সে পুলিশ অবস্থান করবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা, কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) নবীর হোসেন, ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমদাদুল ইসলাম তৈয়ব, কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুবুর রহমান, বন্দর স্টীল মিলের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম, মদনপুর ইউপি চেয়ারম্যান এম এ সালাম প্রমুখ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top