মোঃ কামরুল ইসলাম টিটু, শরণখোলা বাগেরহাটঃ
ফাঁদে আটকা পড়া হরিণকে উদ্ধার না করে ফেসবুক লাইভে এসে সচেতন মহলের তোপের মুখে পড়েছে এক বন কর্মকর্তা।
বনরক্ষিদের পাতা ফাঁদে ধরা পড়ে প্রাণ যেতে বসেছিল সুন্দরবনের একটি চিত্রল হরিণের। রাতভর মৃত্যুর সাথে লড়াই করে ভাগ্যের জোড়ে বেঁচে যায় হরিণটি। তবে বাঁচার জন্য প্রাণপন চেষ্টা করে অনেকটা অসুস্থ হয়ে পড়ে হরিণটি। এর আগে গত সোমবার (১৮ জুলাই) শরণখোলার ঢালিরঘোপ এলাকা থেকে উদ্ধার হওয়া একটি মালি হরিণ অসুস্থ হয়ে মারা যায়। জালে জড়ানো অসুস্থ হরিণটিকে উদ্ধারের পর কোন চিকিৎসার ব্যাবস্থা না করেই বনে ছেড়ে দেয়া হয়।
জানা গেছে, বুধবার (২০ জুলাই) বুধবার রাতের কোন এক সময় পথ চলতে গিয়ে শরণখোলা ষ্টেশনের সবজির ক্ষেতের জালে হরিণটি পেঁচিয়ে পড়ে। সকাল বেলা ঘুরতে বেড়িয়ে ষ্টেশনের এক বনরক্ষি দেখতে পান অফিসের পুকুর পাড়ে জালে জড়িয়ে ছটফট করছে একটি মালি চিত্রল হরিণ। তিনি বিষয়টি ষ্টেশন কর্মকর্তাকে জানালে তিনি ঘটনাস্থলে এসে দ্রুত ফেসবুক লাইভে যুক্ত হয়ে হরিণটি জালে জড়ানোর কাহিনী বর্ননা শুরু করেন। ষ্টেশন কমর্কর্তার অপ্রত্যাশিত লাইভ দেখে সচেতন মহলে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। উদ্ধার কাজে তৎপর না থেকে তিনি ছটফট করা হরিণটিকে নিয়ে লাইভে ব্যাস্ত হয়ে পড়ায় সমালোচনা সৃষ্টি হয় সচেতন মহলে।
এ ব্যাপারে সুন্দরবন সহ- ব্যাবস্থাপনা কমিটি সিএমসির শরণখোলা উপজেলার কোষাধ্যক্ষ মোঃ ফরিদ খান মিন্টু জানান, ষ্টেশন কর্মকর্তা বিপদাপন্ন হরিণটি উদ্ধার করতে তৎপর না থেকে লাইভে ব্যাস্ত থেকে দ্বায়ীত্বহীনতার পরিচয় দিয়েছেন। জানতে চাইলে ষ্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান জানান, লাইভে থাকায় সমস্যা হয়নি। হরিণটিকে দ্রুত জাল থেকে ছাড়িয়ে বনে ছেড়ে দেয়া হয়েছে।