ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্যারচর মৎস্যজীবি সমবায় সমিতি এর নির্বাচন সম্পন্ন।

received_762863421603095.jpeg

সুমন কান্তি দাশ, ষ্টাফ রিপোর্টার:
লক্ষ্যারচর মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর
আজ২১শে জুলাই ২০২২ইং রোজ বৃহস্পতিবার লক্ষ্যারচর মৎস্যজীবি সমবাই সমিতি লিঃ
(৩৫৪) চট্র এর নির্বাচন সম্পুর্ন। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনারস প্রতিকে এনাম হোছেন। সাধারন সম্পাদক পদে হরিন প্রতিকে ইছহাক মিয়া।সহসভাপতি পদে আম প্রতিকে আছহাব মিয়া। এতে নির্বাচনে দায়িত্ব পালম করেন উপজেলা সমবায় কর্মকর্তা জাহাংগীর,আবু তাহের এসআই শামশুল আলমএর নেতৃত্বে একদল পুলিশ,উপস্হিত স্হানীয় কাউন্সিলর,সাংবাদিক মান্যগণ্য ব্যক্তিবর্গ সহ ভোটার ও সমর্থকগণ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top