সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ, লুটপাট ও ভাংচুর।

IMG-20240819-WA0004.jpg

নিজস্ব প্রতিবেদক :-

সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দিনের বাড়িতে দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগ, লুটপাট ও ভাংচুর করেছে। গত ০৫\০৮\২০২৪ইং তারিখে আনুমানিক বিকাল ৫ টার সময় ৩০,৪০ জন লোক অতর্কিত তার নিজ বাড়ি ব্রাম্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জল্লী গ্রামে হামলা চালায়।

বাড়ির দরজা ভেংগে প্রবেশ করে এবং বাসার সব জিনিসপত্র ভেংগে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়। ঐসময় তার পরিবারের লোকজনকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করায় তার বাবা মা ও পরিবারের লোকজন জীবনের নিরাপত্তাহীনতায় পালিয়ে বেড়াচ্ছেন।সালাউদ্দিন বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

স্থানীয়রা জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়াতেও দুষ্কৃতিকারীরা আওয়ামীলীগ সরকার দলীয় নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট শুরু করে। এরই ধারাবাহিকতায় সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দিনের বাড়িতেও দুর্বৃত্তরা হামলা করে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top