এস এম আবু বকর,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধি:
দোয়ারাবাজারে বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া দারুঃ কাঃ কামিল মাদ্রাসা জামে মসজিদ মাঠে বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন এর জানাজায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যকালে তিনি স্ত্রী, ৩ /ছেলে, ১ /মেয়ে ও আত্মীয় স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন
মৃত্যুকালে (৭৫) বছর বয়সে তাকে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফ মোর্শেদ মিশু দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর, ও তার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম সহ বীর মুক্তিযোদ্ধাগণ বীর মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড মোহাম্মদ বশির আহমদ সহ বিভিন্ন রাজনীতিবিদ আলেম উলামা, ও সাধারণ মুসল্লিগণ।
উল্লেখ্য, আবুল হোসেন ১৯৭১সালে দেশের জন্য মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং হানাদার বাহিনীর বিরুদ্ধে বীরদর্পে সশস্ত্র যুদ্ধ