চকরিয়ার হারবাংয়ে এসি গাড়ির সাথে ডাম্পারের সংঘর্ষে দুইজন নিহত

sumon-1-322.jpg

সুমন কান্তি দাশ সুমন কান্তি দাশ : চকরিয়ার হারবাংয়ে এসি গাড়ির সাথে ডাম্পারের সংঘর্ষে দুইজন নিহত। কক্সবাজারের চকরিয়ার হারবাংয়ে এসি গাড়ির সাথে ডাম্পারের সংঘর্ষে দুইজন নিহত হয় বেশ কয়েকজন আহত হয়।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং আজিজনগরের মাঝামাঝি এলাকায় সেঁজুতি এসি বাসের সাথে ডাম্পার গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। গতকাল রাত ১১.২০ ঘটিকায় এ দূর্ঘটনা ঘটে। ডাম্পার গাড়ীর চালক-হেলপারকে কেটে বের করা হয়েছে বলে হাইওয়ে পুলিশ সুত্রে এখবর জানা গেছে।

হাইওয়ে পুলিশ আরও জানায়, এতে কয়েকজন বাসের যাত্রী ও আহত হয়।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top