নতুন ওয়েব সিরিজে চিত্রনায়িকা পরীমণি

Screenshot_20231002_140500.jpg

অনলাইন ডেস্ক :

সন্তান জন্মদানের পর বেশ কিছু সময় ক্যামেরার আড়ালেই ছিলেন পরীমণি। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফের কাজে ফিরছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সিনেমার সঙ্গে সঙ্গে নিয়মিত হচ্ছেন ওটিটিতেও। সম্প্রতি ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’তে দেখা গেছে পরীকে।
এবার নতুন এক ওয়েব সিরিজে নাম লেখালেন অভিনেত্রী।
রবিবার (১ অক্টোবর) পরী চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় নির্মাতা অনম বিশ্বাসের ‘রঙ্গিলা কিতাব’ ওয়েব সিরিজে।
অনম বিশ্বাসের সঙ্গে পরীমণি
সাহিত্যিক কিংকর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ওয়েব সিরিজটি। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন পরী।
সিরিজটি নির্মাণ করবেন অনম বিশ্বাস। ক’দিন আগেই তার নির্মিত ‘ভাইরাস’ ওয়েব সিরিজ মুক্তি পায়। নতুন এক্সেপেরিমেন্টাল কাজ হিসেবে এটি বেশ আলোচনাও তৈরি করে। এবার তিনিই বানাচ্ছেন পরীকে নিয়ে নতুন সিরিজ।
‘ভালোবাসা দিয়ে নাকি সব জয় করা যায়? কিন্তু ভালোবাসা কি অতীতের অপরাধ মুছে ফেলতে পারে?’ এমন বিষয়বস্তু নিয়ে হইচইয়ের জন্য নির্মিত হচ্ছে এই সিরিজ।
কয়েকদিন আগে মুক্তি পেয়েছে পরীমণির ‘পাফ ড্যাডি’ ওয়েব ফিল্মটি। এতে তার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ ওঠে।
তিনদিনের মধ্যে এটি অনলাইন থেকে সরিয়ে ফেলতে দেওয়া হয় উকিল নোটিশও। এতে আরো অভিনয় করেছেন সজল, শহীদুজ্জামান সেলিম, বিজরী বরকতউল্লাহ, ফারুক আহমেদের মতো তারকা।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top