মো.ইব্রাহীম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধ:-
গাজীপুরের কালীগঞ্জ জিসি হতে উলুখোলা জিসি ভায়া পানজোড়া বাজার সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার নাগরী ইউনিয়নের পাঞ্জোরা মোড়ে স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গাজীপুরের ৭ কোটি ৯০ লাখ ৭৭ হাজার ৬৩১ টাকা ব্যয়ে কালীগঞ্জ জিসি হতে উলুখোলা জিসি ভায়া পানজোড়া বাজার সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। বিশেষ অতিথি এলজিইডি গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার,উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক শরিফ হোসেন খান কনক, নাগরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক মো. অলীউল ইসলাম অলি।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।