পল্লব কান্তি দে : একাধিক চুরি যাওয়া ফোন ফিরিয়ে দিলেন বনানী থানার কর্মরত পুলিশ অফিসার এসআই মির মোঃ মাহফুজুর । গত ৩ মাস আগে বনানী সুপার মার্কেট এর সামনে মোঃ সিয়াম হোসেনের স্মার্টফোনটি চুরি হয়ে যায়। তখন সিয়াম হোসেন তার আশেপাশে বনানী থানায় তার স্মার্টফোনটি চুরি হওয়ার ব্যাপারে একটি ডায়রি করেন । ডায়রি করার পর বনানী থানা থেকে তদন্তে এস , আই মীর মোঃ মাহফুজুর কে দায়িত্ব দিয়েছেন।
হঠাৎ তিন মাস পর বনানী থানা থেকে কর্মরত পুলিশ অফিসার এসআই মির মোঃ মাহফুজুর চুরি যাওয়া ফোনের মালিক সিয়াম হোসেনকে ফোন দিয়ে বলেন তার হারানো ফোনটি পাবনা শহর থেকে উদ্ধার করেছেন বনানী থানা কর্মরত অফিসার এসআই মির মোঃ মাহফুজুর এবং তার ফোনটিকে বনানী থানা থেকে নিয়ে যেতে বলেন।
এ ব্যাপারে জানতে চাইলে এসআই মীর মোঃ মাহফুজুর বলেন, তার আগে অনেক চুরি যাওয়া ফোন উদ্ধার করে মূল মালিকের কাছে ফোনগুলো হস্তান্তর করেছেন তিনি।