তারেক হাসান : বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সিমেন্ট ও রডের দাম। সেই ধারাবাহিকতায় ইতিহাসে প্রথমবারের মতো প্রতি টন রডের দাম ৯৫ হাজার টাকা পর্যন্ত উঠেছে ও সিমেন্টের দাম বেড়েছে প্রতি ব্যাগে ৯০থেকে ১২০ টাকা এর আগে এতো দাম দেখা যায়নি রড ও সিমেন্টের।
গত বছরের নভেম্বরে অস্বাভাবিক দাম বাড়ার পর চলতি বছরের শুরুতে রডের দাম কিছুটা কমে টনপ্রতি ৭৬ হাজার টাকায় নেমে আসে। তবে জানুয়ারির শেষদিকে এসে আবার বাড়তে থাকে সিমেন্ট ও রডের দাম।
ব্যবসায়ীরা জানান, গত ১০ দিনে প্রায় প্রতিদিনই রডের দাম বেড়েছে। কখনো ৫০০, কখনো এক হাজার টাকা বেড়েছে। এভাবে এখন প্রতি টন রডের দাম ৯৪ হাজার টাকায় উঠেছে।
এদিকে এভাবে দাম বাড়ার ফলে কোনো কোনো রড ও সিমেন্ট ব্যবসায়ী ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা নিচ্ছেন না। আবার ক্রেতারা দোকান থেকে রড কেনার সঙ্গে সঙ্গে তা নিয়ে যাওয়ার তাগাদা দিচ্ছেন অনেক ব্যবসায়ী।
ক্রেতা পরিচয়ে সাইনবোর্ড হাজী বাদশা মিয়া রোড ভুট্টো চত্বর একটি রড ও সিমেন্টের দোকানে গেলে মেসার্স এস , এস ট্রেডিং এর প্রতিষ্ঠানটির মালিক মোঃ সোহেল বলেন, বি এস আর এম রডের দাম ৯৬ হাজার টাকা, আর আকিজ রড নিলে সাড়ে ৯২হাজার টাকা এবং একেএস রড নিলে সাড়ে ৯৪ হাজার টাকা পড়বে টন প্রতি এবং সিমেন্ট যেমন আকিজ, বসুন্ধরা, শাহ্, প্রিমিয়ার, স্ক্যান, প্রতি ব্যাগে ৯০ থেকে ১২০ টাকা দাম বেড়েছে।
আমরা কোম্পানির প্রতিনিধি বিএসআরএম স্টিলের সচিব শেখর রঞ্জন কর তার সাথে কথা বলে জানতে চাইলে তিনি বলেন মূলত স্ক্র্যাপের দাম বাড়ার কারণে রডের দাম বেড়েছে। ৭ মার্চ চট্টগ্রামে আমাদের রড বিক্রি হচ্ছে ৯০ হাজার টাকা টন। ঢাকায় পরিবহন খরচ যুক্ত হয়ে এটা ৯৪ হাজার টাকা হতে পারে ।
এবং সিমেন্ট কোম্পানির প্রতিনিধি আকিজ সিমেন্টের জি এম জনাব মশিউর রহমান ডালিম উনার সাথে কথা বলে জানা গেল সিমেন্টের কাঁচামাল এর মূল উপাদান হলো ক্লিংকার । ক্লিংকার ও জাহাজ ভাড়া বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন দেশীয় উদ্যোক্তারা উৎপাদকরা বলছে পরিস্থিতি বিবেচনায় ১০০ থেকে ১৫০ টাকা মূল্যবৃদ্ধি বাড়াতে বাধ্য হয়েছেন কোম্পানিগুলো। এ অবস্থায় সরকারি কর ছাড়ের দাবি করছেন সংশ্লিষ্টরা।