শুভ উদ্বোধন হলো ফার্ষ্ট সিকিউরিটি ইসলামি ব্যংক লিঃ এর মান্দারী বাজারের এজেন্ট আউটলেট শাখা,

received_1016334696035941.jpeg

মোঃ রাসেল,চন্দগঞ্জ থানা প্রাতিনিধি:-
শরীয়াহভিত্তিক আধুনিক ব্যংকিং সেবা প্রদানের লক্ষ্যে লক্ষ্মীপুরের মান্দারী বাজারে উদ্বোধন হলো ফার্ষ্ট সিকিউরিটি ইসলামি ব্যংক লিঃ এর মান্দারী এজেন্ট আউটলেট শাখা।

১৭ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় মান্দারী বাজারের হারুন মিয়ার মার্কেটের ২য় তলায় এটি উদ্বোধন করা হয়৷ এসময় ব্যংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মান্দারী বাজার এজেন্ট শাখা সহ সারাদেশে মোট পাঁচটি শাখার শুভ উদ্বোধন করেন।

সমাজের সব শ্রেণী-পেশা মানুষের কথা বিবেচনায় নিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী এজেন্ট ব্যাংকের আমানত ও বিনিয়োগের প্রডাক্টগুলো সাজানো হয়েছে।

রয়েছে আল ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব, স্কুলগামী শিক্ষার্থীদের জন্য অংকুর ও আলো
কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের জন্য প্রজন্ম ও উদ্দীপন, শ্রমজীবী মানুষের জন্য মেহনতি, প্রবাসীদের জন্য স্বদেশ, নারীদের জন্য মহীয়সী, গৃহিণীদের জন্য ঘরণী, ষাটোর্ধ্ব সিনিয়র সিটিজেনদের জন্য প্রবীণ ও মুরব্বিসহ মানুষের প্রয়োজন অনুযায়ী আমানত প্রকল্প।

বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের পাশাপাশি এ-সংক্রান্ত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে এসএমই, কৃষি, নারী উদ্যোক্তাদের জন্য চাহিদা মোতাবেক বাই-মুরাবাহা, বাই-মুয়াজ্জাল, বাই-সালাম, বাই-ইসতিশনা, মুদারাবা, মুশারাকা ও এইচপিএসএমভিত্তিক বিনিয়োগ প্রকল্প।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফার্ষ্ট সিকিউরিটি ইসলামি ব্যংক লিঃ মান্দারী শাখার এজেন্ট ব্যংকিং এর প্রাদান কাউসার হামিদ।

কুমিল্লা আঞ্চলিক প্রধান শামসুল করিম মজুমদার। মান্দারী বাজার জামে মসজিদের পেশ ইমাম মাও মাহবুব রহমান সাহেব।
,মান্দারী বাজার বণিক সমিতির সভাপতি সামসুদ্দিন সাজু, এছাড়া আরো উপস্থিত ছিলেন,ফার্ষ্ট সিকিউরিটি ইসলামি ব্যংক লিঃ এর লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক ফারুক হোসেন,।
,রামগঞ্জ শাখার ব্যবস্থাপক আলাউদ্দিন,সাবেক পরিসংখ্যান অফিসার খালেদ সাইফুল্লাহ, সাবেক কৃষি ব্যংক ম্যানেজার নেছার আহাম্মাদসহ মান্দারী বাজারের ব্যবসায়ীবৃন্দ।

উক্ত শুভ উদ্বোধনীয় অনুষ্ঠান দোয়া মুনাজাতের মধ্যে দিয়ে সেষ হয়,।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top