এস এম আবু বকর,দোয়ারাবাজার সুনামগঞ্জ(প্রতিনিধি):
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়নের জালালপুর গ্রামের শতশত ফেমেলির জায়গা জমি ও বসত ঘড়বাড়ী সহ নদী ভাঙ্গনের কবলে দীর্ঘদিন ধরে চলে আসতেছে।
আজ মঙ্গলবার বিকাল ৫,৩০মিনিটের সময় দোয়ারা বাজারের কাটাখালি বাজারে বীর মুক্তিযোদ্ধা উস্তার,আলী সাংবাদিকদের জানান, আমরা,জালালপুর গ্রামবাসী অসহায় অবস্হায় মানবেথর জীবন যাপন করছি।
জালালপুর গ্রামবাসির পক্ষ থেকে বীর,মুক্তিযোদ্ধা উস্তার আলী আরও জানান আমরা নদী ভাঙ্গনের কবলের হাতথেকে বাছতে মাননীয়,এমপি মুহিবুররহমান মানিক সাহেবের নিকট গিয়েছি, ,উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে গিয়েছি, ও নির্বাহী অফিসার,সহ,স্হানিয়,চেয়ারম্যান সকলের কাছে নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা গ্রাম বাসী প্রায় সময় গিয়া দাবী জানাইছি।
এসময়,উপস্থিত ছিলেন জালালপুর পুরাতন জামে মসজিদের ইমাম মাওঃ জাহির আলী,মোঃ সালাহ উদ্দিন, নাজিম উদ্দিন, মুশাহিদ আলী,হাফিজ আবুইউছুফ,হাফিজ জাকারিয়া, মনির উদ্দিন, আঃ ছালাম,রাশু মিয়া,হাফিজ মইন উদ্দিন, জামাল উদ্দিন, কবির উদ্দিন, মাহমুদুররহমান আজাদ সহ আরও অনেকেই।
বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী সর্ব শেষ সাংবাদিকদের,কে জানান,আমরা ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে এ দেশকে স্বাধীন করতে দীর্ঘ নয় মাস পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে যুদ্ধ করে জয়লাভ করেছি।
মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের দাবি গ্রামবাসীর প্রতি যদি আপনি দৃষ্টিপাত করেন তাহলে নদী ভাঙ্গনের কবলে থেকে আমরা সহজে রক্ষা পাব, এটা আমরা মনে প্রানে বিশ্বাস করি।