স্টাফ রিপোর্টার,ইমদাদুল ইসলাম :-
মাধবপুরে হবিগঞ্জ চোরাই মালামাল সহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি কালো রং এর পিকআপ গাড়ী, চোরাই রড,৫টি টিউবওয়েল এর মাথা,ড্রেজার মেশিন,লোহার তৈরী ড্রেজার মেশিনের পাম্প ও ১টি ব্যাটারি উদ্ধার হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামের রহজ মিয়ার ছেলে মোঃ বাছির মিয়া(৩৪) ও আন্দিউড়া ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে পিকআপ চালক মোঃ বোরহান উদ্দিন (২৮),
সূত্রে জানা যায়,রবিবার( ৩১-মার্চ) মাধবপুর থানা পুলিশের একটি টিম ঢাকা-সিলেট হাইওয়ে রোডে বাক সাইর নামক স্হানে রাত্রি কালিন ডিউটি করার সময় গোপন সূত্রে জানতে পারে বানেশ্বর বাজারে বাছির মিয়ার ভাঙ্গারী দোকানের সামনে ৫/৬জন লোক চোরাই মালামাল বিক্রি করার উদ্দেশ্যে পিকআপ গাড়ীতে লোড করতেছে।
পুলিশের টিম বানেশ্বর বাজারে পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন পালিয়ে যাওয়ার সময় ২জনকে আটক করে থানা পুলিশ।
উপস্থিত এলাকার লোকজনের সামনে আটককৃত আসামিরা পুলিশকে জানান,বানেশ্বর গ্রামের জলফু মিয়ার ছেলে আলমগীর মিয়া(৪৫),মহিউদ্দিনের ছেলে মোঃ জালাল মিয়া(৪০) মোঃ জামিল মিয়া(২৮)ও সুরত আলীর পুত্র মোঃ সুন্দর আলী৫০)তাদের সাথে চোরাই কাজে জড়িত।
ধৃত ২জন জানান, তারা পরস্পর যোগসাজশে অজ্ঞাতনামা বিভিন্ন লোকজনের কাছ থেকে চোরাই মালামাল ভৈরবসহ দেশের নানা জায়গায় ক্রয়-বিক্রয় করে।
তারা দীর্ঘ দিন ধরে চোরাই মালামালের কারবার করে বলেও জানান।
মাধবপুর থানার অফিসার ইনচার্য রকিবুল ইসলাম খাঁন জানান,আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে,
পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে।