ইমদাদুল ইসলাম, মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি :-
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা লিগাল এইড কমিটির সদস্যগণের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভা আজ (২২ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
“বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন”– এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা লিগ্যাল অফিস হবিগঞ্জ ও সহযোগিতায় করেন নিশান এনজিও।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান জিসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার, সিনিয়র সহকারী জজ বেগম সম্পা জাহান।
তিনি কিভাবে সেবা গ্রহিতারা এ সেবা পাবেন সে বিষয়ে আগত অতিথির মাঝে সুস্পষ্ট ধারণা ও ব্যাখ্যা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান জিসান প্রারম্ভিক ব্রিফিং এ বলেন সমাজের দরিদ্র ,অসচ্ছল মানুষদের মাঝে এ সেবা পৌঁছে দেওয়ার জন্য কমিটির সদস্যগণ সহ জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর গোড়ায় পৌঁছে দিতে হবে এ সেবা।
এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী তাপস, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, ওসি (তদন্ত) আতিকুর রহমান, মোঃ মইন উদ্দিন বেলাল পরিচালক নিশান, চেয়ারম্যান মিজানুর রহমান মিজান সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ।
আলোচ্য মতবিনিময় সভায় উল্লেখিত সেবা ও এ সম্পর্কিত তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাংবাদিক প্রতিনিধিদেরকেও আমন্ত্রণ জানানো হয়। এতে উপস্থিত ছিলেন মাধবপুর প্রেসক্লাব সভাপতি অলিদ মিয়া, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক এরশাদ আলী ও মাধবপুর মডেল প্রেসক্লাবের আহবায়ক আজিজুর রহমান জয় সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ।