মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর জেলা প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে পূর্ব এনায়েতনগর ইউনিয়নের আলীপুরের দিকে যাওয়ার পথে ১৫০ টি দেশীয় অস্ত্র (টেঁটা) উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আগামীকাল পূর্ব এনায়েত নগর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার উদ্দেশ্যে আনারস প্রতীকের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নেয়ামুল আকন এই অবৈধ অস্ত্র মজুদ করছিল।পূর্ব এনায়েতনগর ইউনিয়নের আলীপুর যাওয়ার পথে সমিতিরহাট বাজারের নিকট হতে স্থানীয় জনগন এই টেঁটা সহ দুইজনকে আটকে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে উক্ত দেশীয় অস্ত্র গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন জানান, দেশীয় অস্ত্র সহ দুইজনকে আটক করা হয়েছে।
তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।