মোঃ মাহবুবুল হকঃ
সাভার উপজেলার আশুলিয়ায় উত্তর তাজপুর এলাকায় এলাকায় প্রায় এক কিলোমিটার ব্যাপী পাইপ লাইনসহ পাঁচশতাদিক বসতঃ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপণন অফিসের কর্তৃপক্ষ। ১৪ জুন ২০২২ইং মঙ্গলবার দিনব্যাপী তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাভার জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এসময় ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম জানান, আশুলিয়ার উত্তর তাজপুর এলাকায় একটি কুচক্রি মহল আমাদের মূল সরবরাহ লাইন থেকে নিম্নমানের এবং ঝুঁকিপূর্ণ পাইপ ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ সংযোগ প্রদান করে আসছে। অভিযান চালিয়ে আমরা এইসব অবৈধ লাইন বিচ্ছিন্নসহ অবৈধ পাইপলাইন তুলে ফেলেছি, এতে প্রায় পাচঁশত বসতঃ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং যারা অবৈধ গ্যাস সংযোগ নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।
গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, তিতাসের সাভার জোনাল বিপণন অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেলসহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ। অভিযান চলাকালে ঘটনাস্থলে যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।