আইয়ুব আলী, হোমনা :
কুমিল্লার হোমনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে । উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রুহুল আমিন, পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র
বর্মন, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, ডিজিএম শওকাতুল আলম,সহকারী শিক্ষা অফিসার মো. কবির হোসেন, প্রভাষক ইকবাল হোসেন ও সহকারী শিক্ষক আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে কবি দেলোয়ার এর উপস্থাপনায় সঙ্গীত শিল্পী শান্তি রঞ্জন সুত্রধরের নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।