গলাচিপায় আউশ ধান চাষে ব্যস্ত কৃষকরা

Galachipa-News-Pic-26-05-2022-1.jpg

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় বোরো ধান কর্তন শেষ হতে না হতেই আউশ ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকরা আউশ ধান চাষে অধিক আগ্রহী হয়েছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর গলাচিপায় ১ হাজার হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষমাত্রা নির্ধারন হয়েছে। বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকরা আউশ চাষে বেশি ঝুঁকছেন। গত বছরের তুলনায় এ বছর জমিতে আউশ ধান বেশী চাষ হবে বলে আশা করছেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার। উপজেলা কৃষি অফিস আউশ ধান চাষে কৃষকদের আকৃষ্ট করতে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বীজ ও সার পেয়ে কৃষকরা আরো উৎসাহী হয়েছেন বলে জানান
সংশ্লিষ্টরা। কৃষকরা বলেন, গত বছরের তুলনায় এ বছর আমরা বেশী আউশ
ধানের চাষ করছি। আউশ ধান চাষের উপযুক্ত সময় বৈশাখ মাস থেকে শুরু
করে ভাদ্র মাসের মাঝামাঝি সময়। ৫ মাসের আয়ুস্কালে কৃষকরা ধানের
ফলন পেয়ে থাকেন। বৃহস্পতিবার (২৬ মে) সরেজমিনে ঘুরে দেখা গেছে,
উপজেলার গোলখালী, আমখোলা, গলাচিপা সদর, রতনদী তালতলী,
চিকনিকান্দী, বকুলবাড়িয়া, ডাকুয়া, গজালিয়া, কলাগাছিয়া,
চরকাজল, চরবিশ^াস ইউনিয়নের কৃষকরা আউশ ধান আবাদে ব্যস্ত সময়
পার করছেন। তারা জমি প্রস্তুত করন ও বীজ রোপনে ব্যস্ত আছেন। একটু
ফুরসত নেই কৃষকের মাঝে। উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার বলেন,
১ হাজার হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে। আশা করি
ওই লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে। তিনি আরো বলেন, কৃষকদের আউশ ধান
চাষে উৎসাহ দিতে আমরা কৃষককে সার ও বীজ দিয়েছি।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top