মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের অশ্লীল, কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কুমিল্লা তিতাস উপজেলায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (২৬ মে) সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. কামরুল হাসান তুষার ও সাধারণ সম্পাদক খারুল খন্দকার রুবেল এর নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলটি ছাত্রলীগের প্রধান কার্যালয় উপজেলা গাজীপুর থেকে বের হয়ে গৌরিপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ শেষে গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েলকে দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।