মোঃ ফিরোজ,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ৪র্থ পর্যায়ে ২ ধাপের প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ১৯৯ পরিবার। আজ বুধবার সকাল ১০ টার দিকে মুজিববর্ষের উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা দেশে ৪র্থ পর্যায়ে ২য় ধাপে ২২হাজার ১০১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনের পর বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯৯ জন গৃহহীন পরিবারের হাতে জমির প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ নূর কুতূবুল আলম ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পৌরমেয়র জিয়াউল হক জুয়েল,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু,প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান ডাঃ প্রশাস্ত কুমার সাহা,ওসি এটিএম আরিচুল হক,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান সহ সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সাংবাদিক ও স্থাণীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।