মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টি ও জাতীয় ছাত্র সমাজকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে তিতাস উপজেলার কড়িকান্দিস্থ কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে কুমিল্লা উত্তর জেলা জাতীয় ছাত্র সমাজ এ কর্মী সভার আয়োজন করে।
সভায় জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মাহমুদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নোমান মিয়া, কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন ভূঁইয়া, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ ইফতেকার আহসান হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, ছাত্র বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, সদস্য আলমগীর হোসেন, এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম, তিতাস উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি শেখ ফরিদ মুন্সি।
এছাড়াও তিতাস উপজেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম আবু সাঈদের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম খান জুয়েল। বিশেষ বক্তা ছিলেন, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি শাহ ইমরান রিপন, সহ-সভাপতি ফয়সাল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, গাজী আখতার হোসেন, জুবায়ের আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রেজা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ও ধর্ম বিষয়ক সম্পাদক দ্বীন ইসলামসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মী।
সভায় বক্তারা বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশের ৬৮ হাজার গ্রামের উন্নয়নে কাজ করে ছিলেন। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ অগ্রসর হয়েছে। জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে আজ আমরা এগিয়ে চলেছি।এছাড়াও বক্তারা আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির জেলা, উপজেলা ও থানা কমিটি পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। নির্বাচনের আগেই জেলার সকল কমিটি পূর্ণাঙ্গ করে জাতীয় পার্টি অগ্রসর হতে চাই। জাতীয় পার্টির জেলা, উপজেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীদের এখন থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করা আহ্বান জানান নেতৃবৃন্দ। কর্মী সভায় জাতীয় ছাত্র সমাজের জেলা, উপজেলা ও থানা পর্যায়ের দুই শতাধিক কর্মী অংশ নেন।
পরে কুমিল্লা উত্তর জাতীয় ছাত্র সমাজের কমিটি গঠন করা হয়। এসময় আহ্বায়ক হিসেবে মনোনীত হয় রুবেল মাহমুদ খান ও রাকিবুল ইসলাম আবু সাঈদকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।