মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,ইমদাদুল ইসলাম:
মাধবপুরের নোয়াপাড়ায় গরু রাখাল বাবুল হত্যা মামলার রহস্য উদঘাটন করলেন মাধবপুর থানার নবাগত ওসি মোঃ রকিকুল ইসলাম খাঁন।
জানা যায় মাধবপুর থানার ওসি মোঃ রকিকুল ইসলাম খাঁন ও পুলিশ পরিদর্শ ক (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকসটিম ২৩ আগস্ট রাতে মাধবপুর থানার এফআইআর নং ২৮ তারিখ ২০২৩ ধারা ৩০২/২০১/৩৪ দঃবি এর সন্দিগদ্ধ আসামিকে চুনারুঘাটের ৫ নং সানখোলা ইউনিয়নের কালিনগর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ লাল মিয়া, (৫০), পিতা চেরাগ আলী।পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করলে পুলিশের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
অমল গ্রহণকারী আদালত ০৬ এর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে সে হত্যার সাথে জড়িত মর্মে স্বীকার করে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দী প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন,।মাধবপুর-চুনারুঘাটের (সিনিয়র সহকারী (সার্কেল) এএসপি নির্মলেন্দু চক্রবর্তী। এ ব্যাপারে আগামীকাল পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি।