তথ্য-প্রযুক্তি ডেস্ক : গুগল ম্যাপসে ইউক্রেইনের ‘লাইভ ট্রাফিক ডেটা’ বন্ধ রেখেছে। ইউক্রেইনে গুগল ম্যাপসের বেশ কিছু টুল ‘ডিসএবল’ করে দিয়েছে অ্যালফাবেট ইনকর্পোরেটেড। রাশিয়ার চলমান আগ্রাসনের মুখে দেশটির নাগরিকদের নিরাপদ রাখতেই এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
‘লাইভ ট্রাফিক ডেটা’ এবং বিভিন্ন স্থানে জনসমাগমের তথ্য দিতো ওই টুলগুলো। অ্যালফাবেট বলছে, টুলগুলো ‘ডিসএবল’ করে রাখায় বিশ্বের কোনো জায়গা থেকেই এখন গুগল ম্যাপসের মাধ্যমে ইউক্রেইনের অভ্যন্তরীণ এই বিষয়গুলোর তথ্য পাওয়া যাবে না। স্থানীয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়ার দাবি করেছে গুগল।
ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হয়েছে ২৪ ফেব্রুয়ারি। দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে রাশিয়ার মিসাইল হামলার মুখে অন্তত চার লাখ নাগরিক বাস্তচ্যূত হয়েছেন; এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে রয়টার্স।
বর্তমান পরিস্থিতিতে বিভিন্নভাবে তৎপরতা বাড়িয়েছে প্রযুক্তি সেবাদাতারা। ইউক্রেইনের নাগরিকদের রক্ষায় নানা পদক্ষেপ নিচ্ছে গুগলসহ ‘বিগ টেক’ হিসেবে পরিচিত শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।
যুদ্ধের বর্তমান পরিস্থিতির উপর নজর রাখতে বিভিন্ন অনলাইন সেবা এবং সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর উপর নজর রাখছেন গবেষকরা।
সম্প্রতি গুগল ম্যাপসে রাশিয়া-ইউক্রেইন সীমান্তে ট্রাফিক জ্যাম চিহ্নিত করেছিলেন ক্যালিফোর্নিয়ার ‘মিডলবেরি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ’-এর এক অধ্যাপক। রয়টার্স বলছে, সেটি আদতে কোনো ট্রাফিক জ্যাম ছিল না, বরং ভ্লাদিমির পুতিন ইউক্রেইনে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা আগেই রাশিয়ার সামরিক বাহিনীর সীমান্তের দিকে অগ্রসর হওয়ার প্রমাণ ছিল সেটি।