লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই জমজ শিশুর মৃত্যু

received_1220029066021681.jpeg

স্টাফ রিপোর্টার :

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

জমজ বোন হিরা আক্তার ও মুক্তা আক্তার ওই গ্রামের সৌদি প্রবাসী আনোয়ার হোসেন পুটনের মেয়ে। 
স্থানীয়রা জানায়, বাড়ির

উঠানে হিরা ও মুক্তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকে।

একপর্যায়ে তাদেরকে পুকুরে পানিতে ভেসে উঠতে দেখে স্থানীয়রা। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। 

একই বাড়ির বাসিন্দা জসিম মাহমুদ বলেন, আনোয়ারদের বাড়িতে পুকুর রয়েছে। ধারণা করা হচ্ছে পরিবারের

সদস্যদের অগোচরে পুকুরের পাশে খেলতে গিয়ে পুকুরে নামে তারা। পরে আর উঠতে পারেনি। তাদের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। 

রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউল আলম চৌধুরী সুমন বলেন, দুইটা শিশুর মৃত্যুতে পুরো এলাকায়

শোকের ছায়া নেমে এসেছে। এটি খুবই দুঃখজনক ঘটনা। ঈদ আনন্দের পরিবর্তে এখন ওই এলাকায় বিষাদ দেখা দিয়েছে। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ঘটনাটি দুঃখজনক। খবর

পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। শিশুদের মৃত্যু নিয়ে কারও কোন অভিযোগ নেই। পরিবারের লোকজন তাদের দাফনের ব্যবস্থা করছেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top