মো:ফিরোজ, বাউফল প্রতিনিধি:
শিক্ষাক্রম ২০২৩ ইং সংস্কার,বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তির দাবিতে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। অ বৃহস্পতিবার বেলা ১১ টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার উদ্দ্যোগে উপজেলা পরিষদ গেইট সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সহসভাপতি আবু সালেহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ আল হাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. এনাম হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো.হাছান আলী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রশিদ প্রমুখ। কর্মসূচীতে কয়েকশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।