স্টাফ রিপোর্টার,ইমদাদুল ইসলাম:-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শুভ জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে অদ্য ১৭ই মার্চ, ২০২৪ খ্রি. বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে।
আজ ১৭ই মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মুক্তির মহা নায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস । দিনের শুরুতে সকাল ০৮.৩০ ঘটিকায় হবিগঞ্জ জেলা পুলিশের সুযোগ্য অভিভাবক জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা, পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয় এর নেতৃত্বে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যগণ হবিগঞ্জ শহরস্থ নিমতলা কালেক্টরেট প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জাতির পিতার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সকাল ০৯:০০ ঘটিকায় জনাব এডভোকেট মোঃ আবু জাহির এমপি, মাননীয় সংসদ সদস্য, হবিগঞ্জ-৩ আসন, পুলিশ সুপার, হবিগঞ্জ, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করেন।
সকাল ১০:৩০ ঘটিকায় আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এডভোকেট মোঃ আবু জাহির এমপি, মাননীয় সংসদ সদস্য, হবিগঞ্জ-৩ আসন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোছাঃ জিলুফা সুলতানা, হবিগঞ্জ মহোদয় সহ জনাব হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, জনাব পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, জনাব মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ অফিসারবৃন্দ। জেলা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা/কর্মচারীগণ, বিভিন্ন নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ ও সকল সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ।