ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর আহবায়ক নজরুল ইসলাম চৌধুরী আব্দুল বাতেন সরকার সদস্য সচিব।

received_412952357989898.jpeg

প্রেস রিলিজ:-
ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এফবিজেও এর দ্বি-বার্ষিক সাধারণ সভা মাতুয়ালি হিউম্যান রাইটস অডিটোরিয়ামে ১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার সকাল ১০.৩০ঘটিকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া সভাটি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় কোরআন তেলাওয়াত করেন সাবেক প্রচার প্রকাশনা সচিব কাজী শাফিউর রহমান।উপস্থিত ছিলেন স্থায়ী পরিষদের সদস্য ও ডেমরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম চৌধুরী সভায় কার্যনির্বাহী কমিটির উপস্থিতিতে বিগত দু’বছরের কর্মকাণ্ডের উপর বিদায়ী মহাসচিব মোঃশামছুল আলম স্বাগত বক্তব্য এর মাঝে তুলে ধরেন। এবং সকলের অনুমতি নিয়ে সভার সভাপতি বিগত কার্যনির্বাহী কমিটির বিলুপ্ত ঘোষণা করেন এবং আগামী মেয়াদে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করার উদ্দেশ্যে নজরুল ইসলাম চৌধুরী কে আহ্বায়ক আব্দুল বাতেন সরকার সদস্য সচিব নাম ঘোষণা করে সাত সদস্যের কমিটি ঘোষণা করা হয়। অন্যান্যরা হলেন খন্দকার সাইফুল ইসলাম সজল যুগ্ন আহবায়ক চেয়ারম্যান বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ওয়েলফেয়ার ট্রাস্ট আবু বক্কর সিদ্দিক চেয়ারম্যান গাজীপুর সদর প্রেস ক্লাব লুৎফরন নাহার রিক্তা যুগ্ম মহাসচিব (আরজেএফ) সদস্য এ জেড এম মাইনুল ইসলাম চেয়ারম্যান কাফরুল প্রেসক্লাব কাজী শাফিউর রহমান মহাসচিব বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব। এবং সভায় আরো সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী ৯০ দিনের মধ্যে একটি সুন্দর গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠান গঠন করার লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ সহ নির্বাচন কমিশন গঠন করবে উক্ত সময়ের মধ্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বিষয়ের উপর বিবেচনা করে আহবায়ক কমিটি যদি মনে করেন পুনরায় আরও তিন মাসের সময় পাবেন বলে সভায় সকলের সম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top