তিতাসে যুবলীগ নেতা জহির হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে প্রতিবাদ সভা

received_687288192977846.jpeg

মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।

শুক্রবার বিকেলে উপজেলার মানিককান্দি সরাসরি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ প্রতিবাদ সভায় অংশগ্রহণ করে।

উক্ত প্রতিবাদ সভায় জহির হত্যার সাথে জড়িতদের অতি দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ বিচার ফাঁসির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, সেলিম সরকার, নিহতের পিতা আবুল হোসেন মোল্লা, ডাঃ আল-আমিন, শহরিয়া আলম হীরা, আঃ মতিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্লাহ, শাহআলম সরকার, আকতার আমিন, হযরত আলী মাস্টার, আবুতাহের সরকার, আব্দুল হাসেম ভূঁইয়া, সাবেক মেম্বার সুমন মিয়া, আব্দুল মান্নান মাস্টার, মোস্তফা মিয়া, আব্দুল আজিজ, ডাঃ মোঃ মোস্তফা, সাবেক মেম্বার ইরন বেপারী, বর্তমান মেম্বার হাজী আব্দুল রব ও নিহতের বড় ভাই মোঃ বাদল মোল্লা।

বক্তারা বলেন, মাছ ধরাকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার লোকজনের সাথে সাবেক মেম্বার সাইফুল ইসলাম এর লোকজনের দাওয়া পাল্টা দাওয়া হয়ে পরিস্থিতি শান্ত হয়ে যায়। পরবর্তী ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ বাবুল আহমেদ তার দলবল নিয়ে এসে মিমাংসা করে দিবে বলে জহিরকে সাবেক মেম্বার সাইফুল ইসলামের বাড়ীর সামনে ডেকে নিলে তখনি বাবুল চেয়ারম্যানের সমর্থকরা জহিরকে প্রকাশ্য দিবালোকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। তারা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ও বাকীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর মাছ ধরাকে কেন্দ্র করে যুবলীগ নেতা জহিরকে প্রতিপক্ষরা দিনেদুপুরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top