বিনোদন ডেস্ক:
খুব শীঘ্রই আসছে কবি শাহিন আলম রচিত কয়েকটি গান। গানগুলো প্রকাশিত হবে ভারত ও বাংলাদেশ থেকে। গানগুলো যথাক্রমে গেয়েছেন আসামের সুরকার ও কন্ঠশিল্পী আকাশ চৌধুরী, কন্ঠশিল্পী মিজান ও বাংলাদেশ থেকে কন্ঠশিল্পী পথিক উজ্জ্বল। কবি শাহিন আলম জানিয়েছেন তার লেখা আরো গান গাইবেন আসামের জনপ্রিয় কণ্ঠশিল্পী আলিফা যেহান ও বাংলাদেশ থেকে গাইবেন সংগীতশিল্পী এস রুহুল।
এর আগেও ভারতে ‘মাটির খাঁচা’ ইউটিউব চ্যানেল ও ‘আকাশ মিউজিক স্টেশন’ ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয় তার লেখা দুটি গান “কলিজা আঙ্গার” ও “অন্তর করলি ছাই” গান দুটি সুর করে গেয়েছিলেন আসামের তরুণ জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ চৌধুরী। ‘কলিজা আঙ্গার’ গানে সংগীত করেন জে ইছলাম ও “অন্তর করলি ছাই” গানে সংগীত করেন নাজমুল হক।
এছাড়াও তার লেখা “তোমার ফটো” গান করেছেন সংগীতশিল্পী আকিক হারুন, সুর করেছিলেন শাহীন নুর