মুন্সীগঞ্জ প্রতিনিধি:
ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে কটুক্তি ও অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে শ্রীনগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় কোলাপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এলাকার ধর্মপ্রাণ মুসলিম জনতার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে অংশগ্রহনকারীরা বলেন, ভারতের ক্ষমতাসীন দলের বহিস্কৃত নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ) এর শানে যে কটুক্তি ও অবমাননাকর মন্তব্য করেছে তা বিশ্বের সমগ্র মুসলিম জাতির হৃদয়ে আঘাত হেনেছে। আইনের আওতায় এনে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের ফাঁসির দাবী করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন কোলাপাড়া জামিয়া মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আতাউর রহমান হেলাল, শিক্ষা সচিব মুফতি এহসানুল হক, হযরত মাওলানা মুফতি আশরাফ আলী কাসেমী, মাওলানা এনামুল হাসান, মাওলানা অলি উল্লাহ বিক্রমপুরী, মাওলানা আজমাল হুসাইন, মুফতি আহমদ আলী, মাওলানা জুনায়েদ হোসাইন, মাওলানা মোহাম্মদ আলী, মুফতি রফিকুল ইসলামসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।