ডেমরায় গ্যাসের দাবিতে মানববন্ধন সংকট সমাধানে তিতাস অফিস ঘেরাও ঘোষণা

IMG-20231202-WA0000.jpg

নিজস্ব প্রতিবেদকঃ-
রাজধানীর ডেমরা থানাধীন ৬৮ নং ওয়ার্ড পশ্চিম টেংরা এলাকায় দীর্ঘ দুই বছর গ্যাস সংকটে রয়েছে ৪০০ শতাধিক পরিবার। ভুক্তভোগীরা গত ২ ডিসেম্বর ডেমরা প্রেসক্লাবের সহযোগিতায় ও এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গ্যাস সমস্যা সমাধানে বৃহৎ মানববন্ধন পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সফল মেম্বার মোঃ জসিম উদ্দিন মজুমদার, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান, মফিজুল ইসলাম, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, সোহরাব হোসেন, মাওলানা আশিক, মোঃ মাহবুব, ওয়াহিদ উদ্দিন, হাজী নুরুল কবির, টিপু সুলতান, আব্দুল আলিম, ডেমরা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সেলিম নিজামী সহ-সভাপতি হুমায়ুন কবির ও বিমল সরকার, এই সময় ভুক্তভোগী বক্তারা বলেন দীর্ঘ গ্যাস সংকটে আমাদের কোমলমতি শিশুরা সকালে নাস্তা না খেয়ে স্কুলে যেতে হচ্ছে, সরকারি বেসরকারি চাকরিজীবীরা নাস্তা ও দুপুরের খাওয়া খেতে না পেরে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা সরকার নির্ধারিত গ্যাসের দাম নিয়মিত পরিশোধ করলেও গ্যাস পাচ্ছি না যা অমানবিক এবং আমরা মনে করি এইটা আমাদের সাথে তিতাস কর্তৃপক্ষ অন্যায় আচরণ করছে। বক্তব্য প্রধান কালে জসীমউদ্দীন মজুমদার, সেলিম নিজামী, মফিজুল ইসলাম,ও ইঞ্জিনিয়ার আশিকুর রহমান বলেন সংকট সমাধানের লক্ষ্যে আমরা ১৬/১ /২০২২ তারিখে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড হেড অফিসে ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের লিখিত দরখাস্তে দিয়েও কোন সুফল পাইনি। ভুক্তভোগীরা আরও বলেন সরকার জনগণের কল্যাণে নাগরিক সকল সুযোগ সুবিধা দিলেও আমরা পশ্চিম টেংরা বাঁশী এতই অবহেলিত যে, দেশে পর্যাপ্ত গ্যাস থাকা সত্ত্বেও সেই সেবা থেকে বঞ্চিত। অবিলম্বে এই সমস্যার সমাধান চাই অন্যথায় ডেমরা তিতাস অফিস ঘেরাও সহ মহাসড়ক বন্ধ করে এই সংকট সমাধান করে ছাড়বো ইনশাল্লাহ। দরখাস্তকারী ইঞ্জিনিয়ার আশিকুর রহমান বলেন ১৮-১-২২ যে দরখাস্ত দিয়েছি তার স্মারক নং ৪৭৩৪ নথি নং ২৮১৩০০০০৩০১৩৪০০৮-২২এর প্রেক্ষিতে ১৩/৯/২০২২ মতিঝিল এম ডি এস দক্ষিণ শাখার টিম সরোজমিনে এসে সংকটটি চিহ্নিত করে দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিলেও অদৃশ্য কারণে দীর্ঘদিনেও তা বাস্তবায়িত হয়নি। এ বিষয়ে তিতাস গ্যাস ডেমরা শাখার ডি আর এস মামুনুর রশিদ ও মতিঝিল সাবস্টোনিং ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন ফকির বলেন আমরা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি অতি শীঘ্রই উল্লেখিত এলাকার সমস্যা সমাধান হবে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top