আবারো খুলনা রেঞ্জের শ্রেষ্ট চুয়াডাঙ্গার মানবতার ফেরিওয়ালা এসপি জাহিদুল ইসলাম

received_3133731683605932.jpeg

মোঃ খাইরুজ্জামান সজিব, বিশেষ প্রতিনিধি:

খুলনা রেঞ্জ ডি,আইজির কার্যালয়ের কনফারেন্স রুমে গত সোমবার ১৩ ই জুন সকাল ১০ টার সময় মে/২০২২ মাসের অপরাধ পর্যালেচনা সভা অনুষ্টিত হয়। উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের সুযোগ্য রেঞ্জ ডি,আইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম (বার) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডি,আইজি আইন- শৃঙ্খলা রক্ষাও অপরাধ দমনে দ্রুত প্রতিরোধমূলক ব্যাবস্থা গ্রহন, অপরাধ নিয়ন্ত্রন রাখতে পুলিশ সুপারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও প্রতিক্রিয়াশীল চক্রের কার্যকলাপ সম্পর্কে সজাগ থাকা এবং অসাম্প্রদায়িকতার চেতনা ধারন করে দেশকে সামনের দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহব্বান জানান। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তদন্তও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ রেঞ্জের শ্রেষ্ট জেলা এবং খুলনা রেঞ্জের শ্রেষ্ট এসআই (নিঃ) মোঃ আশিকুল ইসলাম মনোনীত হয়। খুলনা রেঞ্জের রেঞ্জ ডি,আইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার) এর কাছ থেকে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মানবতার ফেরিওয়ালা মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম সেবা শ্রেষ জেলার পুরুস্কার এবং সদর থানা চুয়াডাঙ্গার এসআই (নিঃ) মোঃ আশিকুল ইসলাম খুলনা রেঞ্জের শ্রেষ্ট এসআই পুরুস্কার লাভ করেন । এ,সময় পুলিশ সুপার রেঞ্জ ডি,আইজির কাছ থেকে শ্রেষ্ট জেলার স্বীকৃতি পেয়ে সম্মতি ইন্সপেক্টর জেনারেল ড. বেনজির আজমেদ বিপিএম (বার, খুলনা রেঞ্জের ডি,আইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম (বার) চুয়াডাঙ্গা জেলার সকল পদমর্যাদার অফিসার- ফোর্সদের ধন্যবাদও কৃতজ্ঞতা প্রকাশ করেন । জেলার আইনশৃঙ্খলা সহ- সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগিতা কামনা করেন । উল্লেখ্য পুলিশ সুপার মানবতার ফেরিওয়ালা মোঃ জাহিদুল ইসলাম বিপিএম (সেবা) চুয়াডাঙ্গা জেলায় যোগদান করে চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন,মাদক উদ্ধার চোরাচালান, প্রতিরোধ ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পতি, সিআইএমএস, করোনাকালীন সময়ে অসহায় দুস্থ্য, কর্মহীন মানুষের বাড়ি,বাড়ি খাদ্য সামগ্রীও ঔষধ পৌছানো, শীতার্তদের মাঝে শীতবস্ত প্রদান এতিম শিশুদের ঈদের জামা উপহার, কন্যা সন্তান জম্মগ্রহন করলেই পৌছে যাবে পুরুস্কার ভাঙ্গা সংসার জোড়া, খাদ্য যাবে বাড়ি, ইভটিজিং, কিশোরগ্যাং, বাল্যবিবাহ প্রতিরোধ সহ- সামাজিক, মানবিক ও উৎসাহ মূলক কার্যক্রমের ভূমিকা পালন করে চলেছেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন স্থানসমূহে উন্নয়নের ছোঁয়া দৃশ্যমান। ইতিপূর্বে মার্চ/২০২২ ও সেপ্টেম্বর /২০২১ মাস জেলা শ্রেষ্ট এবং নভেম্বর/২০১৯ মাসের মাসিক কনফারেন্সে জেলার আইন,শঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি বিশেষ অবদান রাখায় খুলনা রেঞ্জের ১০টি জেলার মধ্যে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার খুলনা রেঞ্জের শ্রেষ্ট পুলিশ সুপারের কৃতিত্ব অর্জন করেন। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আরো উপস্থিত ছিলেন একে,এম নাহিদুল ইসলাম (বিপিএম) অতিরিক্ত ডি,আইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স), নজরুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডি,আইজি অপারেন্স এন্ড ক্রাইম, খুলনা রেঞ্জও রেঞ্জ কার্যালয়ের অন্যান্য উদ্ধর্তন কর্মকর্তাগন ও খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারগন, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সমূহের কমান্ড্যান্টবৃন্দ আরো অনেকে প্রমূখ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top