মোঃ হেমায়েত হোসেন খান:
সোমবার ১৩ ই জুন সন্ধ্যায় মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েত নগর ইউনিয়নের পশ্চিম আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম বৈশাখী আক্তার (লাবনী)(১৬)। সে ঐ এলাকার মৃত- হাচান মাতুব্বরের মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়,লাবনী তার মায়ের সাথে পশ্চিম আলীপুর আমির সরদারের বাজারে মুদি দোকানে ব্যবসা করত।দুপুরে সে তার মাকে দোকানে রেখে বাড়িতে চলে আসে।বিকেলে নিহতের মা ফোনে তাকে না পেয়ে লাবনীর মামী পপি আক্তারকে ফোন দিয়ে তার মেয়ে লাবনীকে ডেকে দিতে বলেন।পপি আক্তার গিয়ে দেখেন দরজা ভিতর থেকে আটকানো।অনেক ডাকাডাকির পরে কোন সাড়া না পেয়ে বাড়ীর লোকজন দরজা ভেঙ্গে ঘরের ভিতরে ডুকে লাবনীকে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরবর্তীতে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
নিহত বৈশাখী আক্তার লাবনী (১৬) এ বছর আলীপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।