আশুলিয়ায় এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা

Messenger_creation_9625908884091343.jpeg

রিপোর্টার,মাজারুল ইসলাম:-

হামলায় আহত ওই যুবদল নেতার নাম জাকারিয়া হোসেন শিপলু। তিনি ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার।

এর আগে, সোমবার রাতে আশুলিয়ার জামগড়া ভুঁইয়া বাড়ি এলাকায় হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে যুবদল নেতা শিপলু ভুঁইয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ডান হাত ভেঙে দেয় একদল মুখোশধারী সন্ত্রাসী। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর একাটি হাসপাতালে ভর্তি করা হয়।

এঘটনায় ওই যুবদল নেতার পরিবারের সদস্যদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

এদিকে, আহত যুবদল নেতাকে হাসপাতালে দেখতে গিয়ে চিকিৎসার খোঁজ খবর নেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। এসময় অভিযুক্তদের কঠোর শাস্তি ও গ্রেপ্তারের দাবি জানান তিনি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top