স্টাফ রিপোর্টার:-
বর্ণাঢ্য আয়োজনে চট্রগ্র্যাম পটিয়া কাশিয়াইশ উদয়ন সংঘের উদ্যোগে সার্ব্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা
উৎসব অনুষ্ঠিত হলো।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতৃকা মন্দির ও রামঠাকুর সেবা আশ্রম উদ্যাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম সার্ব্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা মহোৎসব।
রোজ শনিবার ৯(২০২৪)সন্ধ্যায় ৬ঘটিকায় প্রদীপ প্রজ্জ্বলন ও শ্রীকৃষ্ণের নাম কীর্তনের মধ্য দিয়ে শুরু হয় সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার অধিবাস। এবং রোজ রবিবার সকালে চন্ডীপাট দুপুরে প্রসাদ ও বস্ত্র বিতরন করেন উক্ত অনুষ্ঠানে।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শ্রী বাবু খোকন চক্রবর্তী(প্রধান শিক্ষক)এবং নতুন সার্ব্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা
উৎসব অনুষ্ঠানে দায়িত্বে ছিলেন প্রদীপ দাশ গুপ্ত সভাপতি,শ্যামল নন্দী সাধারণ সম্পাদক,উজ্জ্বল নন্দী অর্থ সম্পাদ,এবং তাদের সাথে উক্ত পূজা উৎসব কমিটির উপদেষ্টা ও বিভিন্ন সদস্য বিন্দু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রোজ শনিবার(৯ নভেম্বর)২০২৪ সকাল থেকে অত্র এলাকার নারী-পুরুষ ও ছেলেমেয়েরা তিন দিনব্যাপী সার্ব্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা মহোৎসবে এসে নানান ধর্মীয় আনুষ্ঠানিকতা ও সংস্কৃতি অনুষ্ঠান উপভোগ করেন উক্ত অনুষ্ঠানে অত্র এলাকার মানবতার ফেরিওয়ালা জমি দাতার পরিবার বর্গকে সম্মাননা প্রদান করা হয় এর সাথে দানশীল শ্রী বাবু শংকর সেন কে ও সম্মাননা প্রদান করা হয়। সব শেষে শান্তি পূন্য ভাবে সকলের সহযোগিতা উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হলো গতকাল রাতে।