মোঃ জহিরুল ইসলাম (পাশা) :
বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বৃহত্তর দাউদকান্দির কৃতি সন্তান শিক্ষা নুরাগী বিশিষ্ট দানবীর মরহুম বেলায়েত হোসেন সরকারের ২৯ তম মৃত্যু বার্ষিকী স্বরনে উক্ত প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র/ছাত্রী পরিষদের আয়োজনে ৯ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকালে বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে অত্র প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ মামুন এর পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র /ছাত্রী পরিষদের আহ্বায়ক মোঃ আরিফ হোসেন সুমন,যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন, বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এর এস পি মোঃ জাহিদ হোসেন ভূইয়া, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরনবী, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক সরকার, বিশিষ্ট ব্যাবসায়ী নেজামুল হক রিপন,মোহাম্মদ রুবেল ব্যাপারী,নাহিদুল হক ভূইয়া,বিশিষ্ট ব্যাবসায়ী লায়ন মোঃ মোয়াজ্জেম, হোমনা ডিগ্রি কলেজ এর সাবেক ভিপি মোঃ জসিমউদ্দিন লিটন, অত্র প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক মোঃ আরিফুর রহমান, মোঃ বাবুল ভূইয়া, মোঃ তোফায়েল সিকদার, মোঃ মনির হোসেন প্রমূখ। উক্ত আলোচনা সভায় বক্তরা সৃতিচারণ বক্তব্য রাখতে গিয়ে বলেন মরহুম বেলায়েত হোসেন সরকার তৎকালীন দাউদকান্দির উত্তর অঞ্চলে যে আলোর বাতিঘর অত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন এ অঞ্চলের মানুষের শিক্ষা গ্রহন করতে সুবিধা হয়েছে। মরহুম বেলায়েত হোসেন সরকার শিক্ষা প্রতিষ্ঠান সহ সমাজের সুবিধা বঞ্চিত মানুষ সেবা করেছেন, আমরা দানবীর মরহুম বেলায়েত হোসেন সরকারের জান্নাত কামনা করি। বক্তরা আরো বলেন অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র /ছাত্রী পরিষদ যেন আগামী দিনে আরো শক্তি শালী এবং সু সংগঠিত হয়। আলোচনা শেষে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শিক্ষক, শিক্ষার্থী এবং অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট যারা মৃত্যু বরন করেছেন সকলের রুহের আত্নার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।