মোঃ পারভেজ হোসেন, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সত্য প্রকাশে অটুট থাকার অঙ্গীকারে পাঠক নন্দিত যায়যায়দিন ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৯ জুন) বিকেল ৫ ঘটিকায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্নাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।
তিনি দৈনিক যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পত্রিকার সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এসময় দৈনিক যায়যায়দিনের সোনারগাঁও প্রতিনিধি কামরুজ্জামান রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেনের সুযোগ্য সন্তান নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক এরফান হোসেন দিপ, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস ছাত্তার প্রধান ও সেক্রেটারি হাজী মোঃ শফিকুল ইসলাম।
যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক ঢাকা টাইমসের মো. ইমরান হোসেন, দৈনিক ইয়াদের আরাফাত হোসেন সিফাত, দৈনিক মুক্তখবরের শাহীন সাকি, দৈনিক ভোরের চেতনার লতিফুর রহমান দিপু, দৈনিক দিন প্রতিদিনের পারভেজ হোসেন প্রমুখ।