সুমন কান্তি দাশ,ষ্টাফ রিপোর্টারঃ
কাকারা ইউনিয়নের ০১নং ওয়ার্ডের এসএমচর নুরুল কবিরের পুত্র বেলাল উদ্দিন তার বয়োবৃদ্ধ মা মনোয়ার বেগম(৭০)কে মারধর ও বসতঘর ভাংচুরের অভিযোগ উঠেছে।
অসহায় নির্যাতিত বৃদ্ধ মনোয়ারা জানান,আমার পুত্র বেলাল উদ্দিন আমাকে ভরণপোষণ দিবেতো দূরের কথা,প্রতিনিয়ত প্রকাশ্য দিবালোকেও অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধর করে আসছে!
তারই ধারাবাহিকতায় গতকাল রাত -৮ঘটিকার সময় আমার বসতগৃহে ডুকে বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করলেও আমি বাঁধা দিলেই ক্ষিপ্ত হয়ে আমাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে,আমাকে আহত অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য প্রেরণ করে।
স্হানীয় বাসিন্দারা জানান,গতকাল রাতে মা ছেলের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়,মা ছেলের ওজর-আপত্তি শুনে দৌড়ে গিয়ে ঘটনা নিরসনের চেষ্টা করি,একপর্যায়ে ছেলে বেলাল উদ্দিন মা মনোয়ারা কে লাতি মারলে মাটিতে পড়ে যায়!মনোয়ারা বেগম একজন গৃহশ্রমিক হিসেবে লোকজনের ঘরে বাড়ীতে কাজ করে জীবিকা নির্বাহ করে দিনযাপন করে,
এই বিষয়ে,মা মনোয়ারা বেগম বাদী হয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নিকট লিখিত অভিযোগ দায়ের করে।এই ব্যাপারে আহত মা মনোয়ারা বেগম সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।