আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত

received_889718579017479.jpeg

মোঃ আবু বকর,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের অফিস  কন্ফারেন্স কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস অনুষ্ঠান সভা পালিত হয়েছে। 

শনিবার (৯ডিশেম্বর) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালন অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু তিনি বলেন নারীদের জন্য সকল সেক্টরে সুযোগ রয়েছে। নারী সমাজের মধ্যে সকল প্রকার বিভ্রান্তি ও আশংকা দূর করে নারীকে আন্তশক্তিতে উজ্জীবিত অনুপ্রাণিত করার সামনে রেখে মহিলা বিষয়ক মন্ত্রণালয় সারা দেশব্যাপী সফলতার সহিত কাজ করছে।”জয়িতা হচ্ছে সমাজের সকল বাধা বিপত্তি অতিক্রম করে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীর একটি প্রতীকী নাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সহকারী কমিশনার ভূমি ফজলে রব্বানী চৌধুরী, তিনি বলেন,
এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত,শামছ উদ্দিন খাঁন,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালেহা বেগম  দোয়ারাবাজার থানার,দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাজী সাইফুল ইসলাম শামিম,সহসভাপতি জুনাব আলী,সহকারী শিক্ষক নজির হোসেন,

মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি এনামুল হক,ইসলামী ফাউন্ডেশের মডেল কেয়ার্টেগার মাও জিয়া উদ্দিন, 
এখলাছুর রহমান,সহসভাপতি আবদুল মুছব্বির,

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু, ৫ জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা ও সম্মাননা উপহার প্রদান করেন, (১)অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ আফিয়া খাতুন,(২) সমাজ উন্নয়ণে অসামান্য অবদান রেখেছেন  যে নারী মোছাঃছালেহা বেগম, (৩)সফল  জননী যে নারী মোছাঃ রেহেনা বেগম,(৪)নির্যাতনের বিভীষিকা মুছেফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী মোছাঃ শাহনাজ বেগম,(৫)শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী  নারী বেগম ছালেহা মাহমুদ সহ ৫ নারী জয়িতাকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top