মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী মিরাপাড়া নির্মিত হচ্ছে মসজিদ ও কমপ্লেক্স এর নতুন চিত্র।

received_552785741040665.jpeg

মোঃ লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ:-

মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রিকাবী বাজার ঐতিহ্যবাহী মিরাপাড়া নির্মিত হচ্ছে মসজিদ ও কমপ্লেক্স এর নতুন চিত্র।

মসজিদ আল্লাহর ঘর। ইবাদতের জায়গা। তা হবে পবিত্র ও সুগন্ধময়। হযরত আয়েশা (রাঃ) বলেন, ‘আল্লাহর রসূল (ﷺ) মহ্‌ল্লায় মসজিদ বানাতে এবং তা পরিষ্কার ও সুগন্ধময় করে রাখতে আদেশ করেছেন।’

এ মসজিদের বিষয়ে মেট্রোসেম সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও মিরাপাড়া মসজিদ কমিটির মোতোয়ালি জনাব মুহাম্মদ শহিদুল্লাহ সাহেব বলেন, ২০২১ সাল নভেম্বরে আমাদের এই প্রথম কাজ স্টার্ট করেছি মসজিদের ঐতিহ্যবাহী হলো এই অঞ্চলের সমস্ত মুসলিদের সার্বিক সহযোগিতায় এমসজিদের নির্মাণ কাজ হতে যাচ্ছে তৃতীয় তলা ভবনের কাজ চলমান রয়েছে পরবর্তী আমাদের ডিসেম্বরে চার তলা ভবনের নির্মাণ কাজ সম্পন্ন সুরু হবে।

মুহাম্মদ শহিদুল্লাহ সাহেব তিনি আরো বলেন, আমাদের এই মসজিদে ধারণ ক্ষমতা প্রায় দশহাজার মুসলি ভিতরে এটেটাইম নামাজ পড়তে পারবে বিভিন্ন জেলা প্রান্ত থেকে মিরসাহেব মাজারে মানুষ জিয়ারত করে থাকে আমরা মসজিদের সকল সার্বিকসহযোগীতায় কাজ চালিয়ে যাচ্ছি।

এমসজিদের নির্মিত কাজ সম্পন্ন উন্নতি শেষে নতুন এছবিটিই হবে পবিত্র ও সুগন্ধময় বাস্তবায়নে চিত্র।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top