মুন্সীগঞ্জ প্রতিনিধি: সিরাজদিখানে ১টি ইটভাটাকে ১লাখ টাকা জরিমানা। আইন অমান্য করে ইট পোড়ানের দায়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১টি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা ও অনুমতি ব্যতীত কৃষিজমি হতে মাটি সংগ্রহ করে ইট প্রস্তুত করায় ইট ভেঙে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বেলা ৩ টায় উপজেলার বালুচর ইউনিয়নের আকবরনগর এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূর কুতুবে আলম সিদ্দিক।
অভিযানে সরেজমিনে দেখা গেছে, বালুচর ইউনিয়নের আকবরনগর এলাকার মেসার্স নূর হোসেন ব্রিকসের মালিক সুরুজ্জাম (৪৫) এক লাখ টাকা জরিমানা এবং জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত কৃষিজমি হতে মাটি সংগ্রহ করে ইট প্রস্তুত করায় ইট ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান থানা এসআই মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স ও ফায়ার সার্ভিস।