অজ্ঞাতনামা ব্যক্তি ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি মারধর।

ক্রাইম রিপোর্টার,তানভীর:-
-অদ্য২২/১২/২৩ খ্রিষ্টাব্দ সময় অনুমানিক ০৩:৩০ ঘটিকায় ডেমরা থানাধীন ৬৫ নং ওয়ার্ডের মুসলিম নগর এলাকায় বাড়ির মালিক -মোহাম্মদ সাখাওয়াত হোসেন বাসা নম্বর ৯৩/১৯ ডেমরা থানা ঢাকায় অবস্থিত বাসার ভাড়াটিয়া ১। মোঃ সাইফুল ইসলাম সোহেল পিতা-কে এম জাহাঙ্গীর, মাতা-মোসাঃ সাবিনা। সাং-দোলাই তোলা থানা লোহাগড়া জেলা নড়াইল। কে বা কাহারা, রাত্রি ০৩:৩০ ঘটিকায় ঘরের ভেন্টি লেটার ভেঙ্গে ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি মারধর করে চলে যায়।(অসুস্থ সাইফুল ইসলাম মনোয়ার খান হাসপাতালে চিকিৎসাধীন আছে)
এ ব্যাপারে ডেমরা থানা পুলিশ অবগত আছে।
আইনানুগ ব্যবস্থা প্রকৃয়াধীন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top