দিন প্রতিদিন ডেস্ক :
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় নরমাল ডেলিভারিতে এই পাঁচ সন্তানের জন্ম দেন নরসিংদী শিবপুর উপজেলার বান্দারদিয়া গ্রামে সিএনজিচালিত অটোরিকশার চালকের স্ত্রী মানসুরা বেগম (২২)। ভূমিষ্ঠ হওয়ার পর একজনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, আজ সকাল ৮টায় প্রসব ব্যথা নিয়ে ওই নারী ভর্তি হন ঢামেক হাসপাতালের গাইনি বিভাগে।
ইনডোর মেডিক্যাল অফিসার সাবিহা সুলতানা বলেন, জন্মের কিছু সময় পর এক শিশু (নবজাতক) কন্যা মারা যায়। বাকি চার শিশু নবজাতক ইউনিটে ভর্তি রয়েছে। তাদের মধ্যে এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।
সাবিহা সুলতানা বলেন, ‘অপরিপক্ব হওয়ায় তাদের অবস্থাও ভালো নয়।
২৬ সপ্তাহে তাদের জন্ম হয়। ওজনও কম। জন্মের ঘণ্টাখানেক পর তাদের চারজনকে পাই। তারা ইনকিউবিটরে রয়েছে।
আমরা সর্বাত্মক চিকিৎসা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিশুটির মাও ভর্তি রয়েছে।’
নবজাতকদের দাদি কারিমা বেগম বলেন, ‘দুই বছর আগে ছেলেকে বিয়ে করিয়েছি। আগে কোনো সন্তান ছিল না, এই প্রথম। খুশির পাশাপাশি কষ্টে আছে।
শিশুরা জন্মের পর তাদের কোলেও নিতে পারেনি। যাকে নিয়েছি সে মৃত। বাকিরা চিকিৎসাধীন।’