মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও মানব-বন্ধন শ্রীঘর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া

received_381218984043266.jpeg

মাহাবুব রহমান:
ভারতে টেলিভিশনের বিতর্ক অনুষ্ঠানে নবীজি হজরত মুহম্মদ (সা:) ও তার স্ত্রী আয়েশার (রা.) বিয়ে নিয়ে টুইটারে অবমাননাকর মন্তব্য করেন ভারতের উত্তর প্রদেশের কানপুরে বিজিপি’র নেত্রী নূপুর শর্মা। তাকে সমর্থন দেন দিল্লি বিজেপি’র মিডিয়া শাখার প্রধান নবীন কুমার জিন্দাল।
বিশ্বে কমপক্ষে ২০০ কোটি মুসলিম মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে আদর্শ হিসেবে অনুসরণ করেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে এ ধরনের অবমাননাকর মন্তব্য ধর্মীয় ঘৃণায় উস্কানি এবং মুসলিমদের আহত করছে। এ নিয়ে কাদৈর ঈদগা শ্রীগর বাজার, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়ায় মানব-বন্ধন করেন এলাকা বাসি,উক্ত মানব বন্ধন এ স্লোগানে মুখরিত হয় চারদিকে” আমার জীবন নিয়ে নে নবীর সম্মান ফেরিয়ে দে,, সবাই গভীর দুঃখ প্রকাশ করে বলেন, ইসলামের নবীর প্রতি অবমাননাকর কোনো মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয়।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top