লক্ষ্মীপুরে মান্দারী ইউনিয়নে নৌকার লিফলেট বিতরণ করেন ফারুক মোল্লা।

received_738495558143818.jpeg

স্টাফ রিপোর্টার :
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে, লক্ষীপুর -৩ (সদর) আসনে, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত।

সংসদ সদস্য (পদে প্রার্থী) লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, মিয়া মোঃ গোলাম ফারুক পিংকুর লিফলেট বিতরণ করেন। চন্দ্রগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব। ফারুক মোল্লা ১৪ নং মান্দারী ইউনিয়নে গণসংযোগ ও

লিফলেট বিতরণ করেন। তার নিজ ইউনিয়নে, সময় উপস্থিত ছিলেন মান্দারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ।
রবিবার (২৪ডিশেম্বর)সকাল ৯ টা মান্দারী

ইউনিয়নের বাবল তলী বাজার হয়ে হাফিজিয়া মাদ্রাসা এসে শেষ করে এ সময় তিনি বলেন। গোলাম ফারুক পিংকু ভাইর নৌকার প্রতীক বিজয়ের লক্ষ্যে, সবাইকে নৌকা ভোট দেয়ার আহ্বান জানান।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top